ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

পাকিস্তানে আটকে আছেন অভিনেত্রী শবনম

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম পাকিস্তানে আটকে আছেন। কয়েক মাস আগে পাকিস্তান গিয়েছিলেন তিনি। ২৬ জুলাই তার দেশে ফেরার টিকিট কাটা ছিল। কিন্তু করোনার কারণে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় আপাতত দেশে ফিরতে পারছেন না গুণী এই অভিনেত্রী।


তিনি গণমাধ্যমকে জানান, কয়েক মাস আগে পাকিস্তান সফরে যান। শুরুতে ফয়সালাবাদে সাজিয়া নামে এক ভক্তের বাড়িতে ওঠেন। যার সঙ্গে তার ৩০ বছরের বেশি সময় ধরে যোগাযোগ। তবে কখনো দেখা হয়নি। এবার পাকিস্তানে গেলে সেই ভক্তের সঙ্গে তার প্রথম দেখা হয়। এরপর তার বাড়িতেই ওঠেন মেহমান হিসেবে।শবনম বলেন, ‘এবার লম্বা সময় লাহোরে থাকার কারণে অনেকের সঙ্গেই দেখা হয়েছে। মাঝে করোনার প্রকোপ একটু কম থাকায় তা সম্ভব হয়েছে। লাহোরে এখন সংক্রমণ বেড়েছে। ডেলটা ভেরিয়েন্টও পাওয়া যাচ্ছে। তাই কিছুটা আতঙ্কবোধ করছি।’


এই অভিনেত্রী আরও যোগ করেন, ‘আবহাওয়াও এখন বেশ গরম। ভেবেছিলাম, ঢাকার টিকিট যেহেতু কনফার্ম করা আছে, দেশে চলে যেতে পারব। কিন্তু বাংলাদেশেও করোনা পরিস্থিতি ভালো নয়। তাই পাকিস্তানের সঙ্গে বিমান যোগাযোগ আপাতত বন্ধ। আমিও আটকে গেলাম।’


উল্লেখ্য, বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শবনমের জন্ম পাকিস্তানে। উর্দু সিনেমারও নন্দিত অভিনেত্রী তিনি। পাকিস্তানের অনেক রাষ্ট্রীয় স্বীকৃতিও পেয়েছেন। দীর্ঘ সময় পাকিস্তানি চলচ্চিত্রে অভিনয়ের কারণে লাহোরে তার অনেক বন্ধু-সহকর্মীও আছে।

ads

Our Facebook Page